Published : 10 Jul 2025, 02:45 PM
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে চলতি বছর মাধ্যমিক পরীক্ষায় পাসের হার ৭২ দশমিক ০৭ শতাংশ। যা গতবারের চেয়ে ১০ শতাংশের বেশি কম।
গেল বছর এ পাসের হার ছিল ৮২ দশমিক ৮০ শতাংশ।
চলতি বছরে চট্টগ্রাম বোর্ডে মোট ১ লাখ ৪১ হাজার ৩৩ জন পরীক্ষার্থী অংশ নেয়; সেখানে পাস করেছে ১ লাখ ১১ হাজার ৮১ জন।
তবে এবার জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা গতবারের তুলনায় বেড়েছে। এ বছর এই বোর্ডে ১১ হাজার ৮৪৩ জন জিপিএ-৫ পেয়েছে; গতবার এই সংখ্যা ছিল ১০ হাজার ৮২৩ জন।
বৃহস্পতিবার চট্টগ্রাম শিক্ষাবোর্ড মিলনায়তনে সংবাদ সম্মেলনে পরীক্ষা নিয়ন্ত্রক মো. পারভেজ সাজ্জাদ চৌধুরী এ বছরের ফলাফল ঘোষণা করেন।
বিজ্ঞান বিভাগে সবচেয়ে বেশি ৯২ দশমিক ৫৭ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে। এছাড়া মানবিক বিভাগে পাসের হার ৫৫ দশমিক ০২ শতাংশ; ব্যবসায় শিক্ষা বিভাগে ৭৩ দশমিক ৫৪ শতাংশ।
এদিকে এবারের এসএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছে ৬৮ দশমিক ৪৫ শতাংশ শিক্ষার্থী, যা গত ১৫ বছরের মধ্যে সবচেয়ে কম।