Published : 10 Jul 2025, 09:01 PM
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় পাসের হারে বিপর্যয় ঘটলেও বেড়েছে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা।
এবছর চট্টগ্রাম বোর্ডের অধীনে জিপিএ-৫ পেয়েছে ১১ হাজার ৮৪৩ জন, যা গতবারের চেয়ে এক হাজার ২০ জন বেশি।
বৃহস্পতিবার প্রকাশিত ফলাফলে দেখা যাচ্ছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাস করেছে ৭২ দশমিক ০৭ শতাংশ শিক্ষার্থী, যা গত বছর ৮২ দশমিক ৮০ শতাংশ ছিল।
শিক্ষা বোর্ডের হিসেবে, এবছর এক লাখ ৪১ হাজার ৩৩ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে এক লাখ ১১ হাজার ৮১ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ১১ হাজার ৮৪৩ জন জিপিএ-৫ পেয়েছে।
গত কয়েক বছরের ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ২০২৪ সালে চট্টগ্রাম বোর্ডে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল ১০ হাজার ৮২৩ জন; ২০২৩ সালে ছিল ১১ হাজার ৪৫০ জন।
তার আগের দুই বছর ২০২২ ও ২০২১ সালে মহামারীর কারণে কম বিষয়ে পরীক্ষা নিয়ে, জেএসসির ফলের ভিত্তিতে মূল্যায়ন করে এসএসসি পরীক্ষার ফলাফল হয়েছিল। এ কারণে ২০২২ সালে ১৮ হাজার ৬৬৪ জন এবং ২০২১ সালে ১২ হাজার ৭৯১ জন জিপিএ-৫ পেয়েছিল।
আর ২০২০ সালে মোট জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা ছিল নয় হাজার আট জন।