Published : 07 May 2025, 03:40 PM
চট্টগ্রামের বাঁশখালীতে মাটির নিচে পুঁতে রাখা একটি হাতি শাবকের মৃতদেহ উদ্ধার করে বন বিভাগের কর্মকর্তারা বলছেন, ওই শাবকটির মৃত্যু হয়েছিল ‘বিদ্যুৎস্পৃষ্টের ঘটনায়’।
উপজেলার পূর্ব পুঁইছড়ি বাশিরা বাড়ি এলাকায় মঙ্গলবার শাবকটির মৃতদেহ উদ্ধার করা হয় বলে জলদি অভয়ারণ্য রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান শেখ জানিয়েছেন।
তিনি বলেন, খাবারের সন্ধানে হাতি শাবকটি লোকালয়ে এসেছিল বলে ধারণা করছি। ধানক্ষেতের ‘বিদ্যুতের লাইনে শক খেয়ে’ হাতিটির মৃত্যু হয়েছে।
“বিষয়টি গোপন রাখার জন্য হাতি শাবকটির মৃতদেহ পলিথিন দিয়ে পেঁচিয়ে মাটি চাপা দিয়ে রাখা হয়েছিল। কিন্তু দুর্গন্ধ ছড়িয়ে পড়ায় স্থানীয় লোকজন জানতে পেরে আমাদের খবর দিয়েছে।”
রেঞ্জ কর্মকর্তা আনিসুজ্জামান বলেন, মৃতদেহ উদ্ধারের পর ময়নাতদন্ত করা হয়েছে। আনুমানিক ছয় বছর বয়সী এ শাবকটি মাদি হাতি। চার থেকে পাঁচদিন আগে হাতিটির মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে বলেও জানিয়েছেন আনিসুজ্জামান।।
তিনি বলেছেন, হাতি মৃত্যুর ঘটনায় বন বিভাগ তিন জনের বিরুদ্ধে মামলা করেছে।
এর আগে গত ৯ এপ্রিল চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বাঁশখালী উপজেলার জলদি রেঞ্জের পাইরাং নামক এলাকার সংরক্ষিত বনে একটি হাতির মৃতদেহ পাওয়া যায়।
আনুমানিক আট বছর বয়েসী ওই পুরুষ হাতিটি দাঁত ও নখ তুলে নিয়ে গিয়েছিল শিকারীরা।
সংরক্ষিত বনে হাতির ক্ষতবিক্ষত মৃতদেহ, তুলে নেওয়া হয়েছে দাঁত