Published : 22 Jun 2025, 11:48 AM
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আবুধাবি থেকে আসা এক যাত্রীর কাছ থেকে ই- সিগারেসহ আরো কিছু সরঞ্জাম উদ্ধার গোয়েন্দা সংস্থার সদস্যরা।
রোববার আবুধাবি থেকে আসা ইউএস বাংলার এয়ারলাইন্সের বিএস ৩৫০ ফ্লাইটের যাত্রী ছিলেন মাওলানা মোহাম্মদ আইয়ুব।
শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের জনসংযোগ কর্মকর্তা ইব্রাহীম খলিল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, আইয়ুব গ্রিন চ্যানেল পার হওয়ার সময় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা তার লাগেজে তল্লাশি চালায়।
“এ সময় তার লাগেজে থাকা ২০টি ইলেকট্রনিক্স সিগারেট, ৪৯০টি লিকুইড রিফিল, ২৮০টি সিগারেট কাটিজ ও ৩০টি সিগারেট কয়েল জব্দ করা হয়।“
ইব্রাহীম বলেছেন, ওই যাত্রী প্রথমবারের মত এ মালামালগুলো এনেছেন এই যুক্তিতে সেগুলো জব্দ করে তাকে ছেড়েও দেওয়া হয়েছে।