Published : 11 Jun 2025, 11:07 PM
চট্টগ্রামের হালিশহর এলাকায় গাড়ি চাপায় এক সাইকেল আরোহীর মৃত্যু হয়েছে।
বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে হালিশহরের ‘এক্সেস রোডে’ এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
নিহত ওসমান গনি (১৯) বান্দরবান জেলার নাইক্ষংছড়ি উপজেলার বাসিন্দা। তিনি হালিশহরের ‘কে ব্লক’ এলাকায় একটি বাসায় কাজ করতেন।
পুলিশ প্রাইভেট কার ও চালককে আটক করেছে।
চালক তানিম হাসান রাকিব হালিশহর এলাকার ব্যবসায়ী এরশাদ হোসেনের ছেলে। তিনি সরকারি কমার্স কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
হালিশহর থানার এসআই তীর্থংকর দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকালে বেপরোয়া গতিতে আসা প্রাইভেট কারটি ওই রাস্তা দিয়ে যাওয়া একটি সাইকেলকে সজোরে ধাক্কা দেয়। এসময় সাইকেল আরোহী ওসমান ঘটনাস্থলেই মারা যান।
তিনি বলেন, “তানিম তার বাবার প্রাইভেট কার নিয়ে বেপরোয়াভাবে চালাচ্ছিলেন। তার কোনো ড্রাইভিং লাইসেন্স নেই।”
এসআই বলেন, এ ঘটনায় নিহতের পরিবার মামলা করবে। লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা আছে।