Published : 11 Sep 2022, 09:56 PM
জঙ্গল সলিমপুরে পুলিশ ও প্রশাসনের অভিযানের সময় হামলার অভিযোগে আরও নয়জনকে আটক করেছে পুলিশ।
রোববার দুপুরের পর চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে থেকে ওই এলাকার নয় বাসিন্দাকে আটক করে সীতাকুণ্ড থানায় নিয়ে যাওয়া হয়।
পরে থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক জানান, প্রেস ক্লাবের সামনে থেকে নয়জনকে আনা হয়েছে। সলিমপুরে তিনদিন আগে প্রশাসন ও পুলিশের ওপর হামলার ঘটনার সঙ্গে তারা সম্পৃক্ত কি না তা যাচাই-বাছাই করা হচ্ছে।
চট্টগ্রাম নগর পুলিশের কোতয়ালী জোনের সহকারী কমিশনার মুজাহিদুল ইসলাম জানান, কোতয়ালী থানা পুলিশের সহায়তায় তাদের আটক করে সীতাকুণ্ড থানা পুলিশ নিয়ে গেছে।
এর আগে সীতাকুণ্ড সদরে দুটি বাস থেকে শনিবার গভীর রাতে ৬৩ জনকে আটক করা হয়। এরা সকলেই সলিমপুর এলাকার বাসিন্দা এবং সংবাদ সম্মেলন করতে ঢাকায় যাচ্ছিলেন বলে পুলিশের অভিযোগ।
পুলিশ বলেছিল, আটক করাদের বেশিরভাগই বৃহস্পতিবার প্রশাসনের অভিযানের সময় হামলাকারী।
আরও পড়ুন