Published : 16 Oct 2022, 05:57 PM
বন্ধুদের সঙ্গে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বেড়াতে এসে ঝর্ণায় গোসল করতে নেমে মারা গেছেন এক স্কুলছাত্র।
মৃত রাকিবুর রশিদ জিসান চট্টগ্রাম রেলওয়ে পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে এবার এসএসএসি পরীক্ষা দিয়েছেন।
রোববার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের পেছনের ঝর্ণায় এ ঘটনা ঘটে।
নিহতের বন্ধু মোহাম্মদ নিলয় পারভেজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, তারা সাত বন্ধু এসএসসি পরীক্ষা শেষ করে ঘুরতে এসেছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। তাদের একজন বাদে সবাই ঝর্ণায় গোসল করতে নামেন। এদের মধ্যে শুধু তিনজন সাঁতার জানতেন জানিয়ে তিনি বলেন, “এসময় দুইজন গভীর পানিতে চলে গেলে একজনকে টেনে তুলতে পারলেও রাকিব ডুবে যায়।“
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফায়ার সার্ভিসের লোকেরা প্রায় দেড় ঘণ্টা খোঁজাখুঁজির পর ছেলেটির মরদেহ উদ্ধার করে। তার বন্ধুরা এখন পুলিশের হেফাজতে আছে। পুলিশই পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবে।