এশিয়ান কাপ বাছাই
Published : 30 May 2025, 10:27 PM
ভারত ম্যাচের আগে হামজা চৌধুরির সঙ্গে মানিয়ে নেওয়ার সময় খুব একটা পাননি তপু-সোহেলরা। সেই গোলশুন্য ড্র ম্যাচে হামজার পাসের গতিপ্রকৃতি বুঝতে না পারা, তার ক্ষিপ্রতার সঙ্গে মানিয়ে নিতে ব্যর্থ হওয়ায় সামাজিক যোগাযোগের মাধ্যমে সমালোচনা হয়েছিল স্থানীয় ফুটবলারদের। তবে অভিজ্ঞ ডিফেন্ডার তপু বর্মনের বিশ্বাস, সামনের ম্যাচগুলোয় দলের প্রবাসীদের সাথে তাদের বোঝাপড়া আগের তুলনায় ভালো হবে।
ভুটান ও সিঙ্গাপুর ম্যাচ সামনে রেখে বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা যে প্রাথমিক দল ঘোষণা করেছেন, সেখানে হামজার সাথে আছেন সেরি ডি’তে খেলা ফরোয়ার্ড ফাহামিদুল ইসলাম ও কানাডার লিগে খেলা সামিত সোম। এই প্রবাসীদের উপস্থিতিতে কোচের মনে হচ্ছে, তার দল আগের চেয়ে শক্তিশালী।
দলের গভীরতা ও সামর্থ্য বাড়ায় বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মধ্যেও তৈরি হয়েছে বাড়তি উন্মাদনা। তপু খুব করে চাইছেন, এই সুযোগ কাজে লাগাতে।
“ফুটবল নিয়ে যে আবহ তৈরি হয়েছে, সেটা আমাদের জন্য স্পেশাল। একজন খেলোয়াড় হিসেবে আমাদের আত্মবিশ্বাস আরও বেড়েছে। আমরা প্রতিটি খেলোয়াড় জানি, আমাদের দায়িত্বটা কী। এখন ব্যক্তিগত ও দলীয়ভাবে আমাদের পারফরম্যান্সের মান আরও বাড়াতে হবে। সবাইকে দায়িত্বশীল হতে হবে। সিঙ্গাপুরের সাথে আমাদের গুরুত্বপূর্ণ ম্যাচ। আমাদের পয়েন্ট ১। সিঙ্গাপুরের বিপক্ষে জিতে পরের রাউন্ডে টেবিলে আমারা এক নম্বরে থাকতে চাই।”
“আমাদের শতভাগের বেশি দেওয়া উচিত। আমাদের ফুটবল কতটা জনপ্রিয়, সেটা আগেও জানতাম। কিন্তু এখন…টিকেটের কথাই ধরুন, অনলাইনে দেওয়ার সাথে সাথে সব বিক্রি হয়ে গেছে। দেশের সব মানুষই ফুটবল ভালোবাসে। ভালো ফুটবল দেখতে চাই। হামজা, ফাহামিদুলের মতো খেলোয়াড় আমাদের সাথে যোগ হয়েছে, এটা নিশ্চিতভাবে আমাদের আরও বেশি অনুপ্রাণিত করবে।”
হামজাকে নিয়ে বাংলাদেশ গত মার্চে শিলংয়ে ভারতের বিপক্ষে করেছিল গোলশুন্য ড্র। সুযোগগুলো কাজে লাগাতে পারলে ফল আসতে পারত পক্ষে, কিন্তু পারেনি দল। তবে তপুর বিশ্বাস, সিঙ্গাপুরের বিপক্ষে পারবেন তারা। ফিফা র্যাঙ্কিংয়ে সিঙ্গাপুর (১৬১তম) বাংলাদেশের (১৮৩তম) চেয়ে এগিয়ে থাকলেও নিজেদের ওপর আস্থা রাখছেন ৩০ বছর বয়সী এই ডিফেন্ডার।
“র্যাঙ্কিংয়ে সিঙ্গাপুর আমাদের চেয়ে এগিয়ে, কিন্তু ম্যান টু ম্যান বা টিম হিসেবে বিবেচনা করি, তাহলে আমরা নিজেদের এগিয়ে রাখব। কেননা, আমাদের নিজেদের মাঠে খেলা। সিঙ্গাপুর সম্প্রতি কিছু ম্যাচে ভালো করেনি, সেটাও আমরা জানি।”
“আশা করি, সিঙ্গাপুর ম্যাচে ভালো কিছু আপনারা প্রত্যাশা করতে পারবেন। ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। আগেও বলেছি, আমরা টেবিলে শীর্ষে উঠতে চাই। অনেকদিন পর আমরা আমাদের জাতীয় স্টেডিয়ামেও খেলব। সব দিক থেকে ম্যাচটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ।”
ঘরের মাঠে জয়ের চাওয়া পূরণে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে হামজা, সামিত, ফাহামিদুলদের সাথে দলের বাকিদের মানিয়ে নেওয়ার দিকটি।
আগামী বুধবার ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচ এবং ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে বাছাইয়ের ম্যাচ খেলবে বাংলাদেশ। ইংল্যান্ড থেকে হামজার আগামী সোমবার এবং কানাডা থেকে সামিতের বুধবার ঢাকায় আসার কথা। সিঙ্গাপুর ম্যাচের আগে তাদের সাথে প্রস্তুতির সময় খুব বেশি পাচ্ছেন না স্থানীয়রা। তবে তপুর মনে হচ্ছে, তাদের বোঝাপড়ার মধ্যে এবার আর থাকবে না ভারত ম্যাচের মতো ফাঁকফোকর।
“(ভারত ম্যাচের আগে) হামজা যখন আমাদের সাথে যুক্ত হয়, তখন আমরা খুব কম সময় পেয়েছি (তার সাথে মানিয়ে নেওয়ার)। এবার নিশ্চিতভাবে সে আসার পরে আমাদের সাথে তার বনিবনা আরও ভালো হবে। আসলে তার খেলার ধরন আর আমাদের খেলার ধরন ভিন্ন। সে ইংলিশ প্রিমিয়ার লিগের মতো জায়গায় খেলেছে, এটা আমাদের জন্য তখন নতুন ছিল। একসাথে খেলার পরে আমরা বুঝতে পেরেছি, সে কোন পর্যায়ের ফুটবল আমাদের সাথে খেলতে চায়, আমরা তাকে সহযোগিতা করার জন্য মুখিয়ে আছি। আমার মনে হয়, ১০ তারিখের ম্যাচে আমাদের বোঝাপড়া আরও ভালো হবে।”
ভারতের বিপক্ষে ছিলেন বেঞ্চে, এবার সুযোগ পাবেন জামাল?
সিঙ্গাপুরের স্কোয়াড দেখে ক্যাম্পের পরিকল্পনা সাজাচ্ছেন কাবরেরা