ইংলিশ ফুটবল
Published : 10 Jul 2025, 07:48 PM
মার্তিন সুবিমেন্দির সঙ্গে চুক্তির চার দিনের মধ্যে মাঝমাঠে নতুন আরেক খেলোয়াড় যোগ করল আর্সেনাল। ব্রেন্টফোর্ড থেকে মিডফিল্ডার ক্রিস্তিয়ান নোয়াগোকে দলে টানল ইংলিশ প্রিমিয়ার লিগের গতবারের রানার্সআপরা।
দুই ক্লাবের পক্ষ থেকেই খবরটি বৃহস্পতিবার নিশ্চিত করা হয়েছে। ট্রান্সফার ফির বিষয়ে কোনোকিছু জানানো হয়নি। তবে গণমাধ্যমের খবর, ডেনমার্কের এই খেলোয়াড়কে কিনতে প্রাথমিকভাবে এক কোটি পাউন্ড খরচ হয়েছে আর্সেনালের।
গতবারসহ টানা তিন মৌসুমে প্রিমিয়ার লিগে রানার্সআপ হওয়ার পর স্কোয়াডের শক্তি বাড়ানোয় মনোযোগ দিয়েছে আর্সেনাল। সেই লক্ষ্যে এবারের দলবদলে এই নিয়ে তিন জন খেলোয়াড় কিনল ক্লাবটি।
চেলসি থেকে গোলরক্ষক কেপা আরিসাবালাগাকে নেওয়ার পর, গত ৬ জুলাই রেয়াল সোসিয়েদাদ থেকে ডিফেন্সিভ মিডফিল্ডার সুবিমেন্দিকে চুক্তিভুক্ত করে আর্সেনাল।
ব্রেন্টফোর্ডে ছয় বছর কাটিয়েছেন নোয়াগো। ২০২১ সালে দলকে প্রিমিয়ার লিগে তোলায় অবদান রাখেন তিনি। গত দুই মৌসুমে দলটির অধিনায়কও ছিলেন ৩১ বছর বয়সী এই ফুটবলার।