Published : 10 Jul 2025, 07:23 PM
সিঙ্গাপুরের বিপক্ষে হারের মাশুল র্যাঙ্কিংয়ে দিতে হলো বাংলাদেশকে। ফিফা র্যাঙ্কিংয়ে পেছাল লাল-সবুজ জার্সিধারীরা। আগের মতো শীর্ষে আছে বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।
২০২৭ এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে গত মার্চে শিলংয়ে গোলশূন্য ড্রয়ে ভারতকে রুখে দিয়ে র্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে ১৮৩ নম্বরে উঠেছিল বাংলাদেশ। বৃহস্পতিবার ফিফার প্রকাশিত সবশেষ র্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে ১৮৪ নম্বরে আছে হাভিয়ের কাবরেরার দল।
গত এপ্রিলে প্রকাশিত র্যাঙ্কিং থেকে ৫.১৫ পয়েন্ট হারিয়ে বাংলাদেশের মোট পয়েন্ট এখন ৮৯৯.০১।
এশিয়ান কাপ বাছাইয়ে গত মাসে ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে দর্শক উন্মাদনার ম্যাচে ২-১ গোলে হেরে যায় বাংলাদেশ।
র্যাঙ্কিংয়ে শীর্ষ পাঁচে কোনো পরিবর্তন আসেনি। আর্জেন্টিনার পরে আছে যথাক্রমে স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড ও ব্রাজিল।
এক ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠেছে পর্তুগাল। গত মাসে উয়েফা নেশন্স লিগের সেমি-ফাইনালে জার্মানিকে ২-১ গোলে হারানোর পর ফাইনালে স্পেনকে টাইব্রেকারে হারিয়ে ট্রফি জেতেন ক্রিস্তিয়ানো রোনালদোরা।
এক ধাপ পিছিয়ে সাতে নেমে গেছে নেদারল্যান্ডস। আগের মতো আটে আছে বেলজিয়াম।
বিশ্বকাপ বাছাইয়ে গত মাসে নরওয়ের কাছে ৩-০ গোলে হারা চারবারের সাবেক চ্যাম্পিয়ন ইতালি দুই ধাপ পিছিয়ে ১১ নম্বরে আছে। এই সুযোগে এক ধাপ করে এগিয়ে জার্মানি ৯ নম্বরে ও ক্রোয়েশিয়া ১০ নম্বরে উঠেছে।
ফিফার পরবর্তী র্যাঙ্কিং প্রকাশ করা হবে আগামী ১৮ সেপ্টেম্বর।