ফিফা ক্লাব বিশ্বকাপ
Published : 10 Jul 2025, 05:36 PM
চলতি ক্লাব বিশ্বকাপে প্রথমবার শুরুর একাদশে নেমেই জ্বলে উঠেছেন উসমান দেম্বেলে। সেমি-ফাইনালে রেয়াল মাদ্রিদের বিপক্ষে গোল করে ও করিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন এই ফরাসি ফরোয়ার্ড। ফাইনালে চেলসির বিপক্ষেও তাকে সেরা ফর্মে দেখতে চান পিএসজি কোচ লুইস এনরিকে।
গত মাসে জাতীয় দল ফ্রান্সের হয়ে খেলার সময় ঊরুতে চোট পাওয়ায় ক্লাব বিশ্বকাপে গ্রুপ পর্বের পুরোটায় বিশ্রামে ছিলেন দেম্বেলে। নকআউট পর্বে প্রথম দুই ম্যাচে দ্বিতীয়ার্ধে বদলি নেমে কিছু সময় খেলেন তিনি। এর মধ্যে কোয়ার্টার-ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে দলের ২-০ ব্যবধানের জয়ে শেষ দিকে একটি গোলও করেন সাবেক বার্সেলোনা ফরোয়ার্ড।
নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বুধবার রেয়াল ম্যাচ দিয়ে আসরে প্রথমবার শুরুর একাদশে নেমে ছাপ রাখতে বেশি সময় নেননি দেম্বেলে। ষষ্ঠ মিনিটে ফাবিয়ান রুইসের গোলে অবদান রাখেন তিনি এবং তিন মিনিট পর নিজেই করেন একটি গোল।
প্রথম ২৪ মিনিটের মধ্যে তিনটি, দ্বিতীয়ার্ধের শেষ দিকে আরও একটি গোল করে ৪-০ ব্যবধানের বিশাল জয়ে ফাইনালে জায়গা করে নেয় পিএসজি।
এই মৌসুমে পিএসজির ফরাসি লিগ, ফরাসি কাপ ও চ্যাম্পিয়ন্স লিগ জয়ে বড় অবদান রেখেছেন দেম্বেলে। এনরিকে আগেই বলেছেন, এই বছরের ব্যালন দ’র প্রাপ্য ২৮ বছর বয়সী এই ফুটবলারের। রেয়ালের বিপক্ষে জয়ের পর পিএসজি কোচ ফের বললেন, দেম্বেলে আবারও নিজেকে ফুটবলের সর্বোচ্চ ব্যক্তিগত পুরস্কারের যোগ্য প্রমাণ করেছেন।
“(আসরে) এই প্রথম আমি আমার সেরা খেলোয়াড় দেম্বেলেকে সেরা ফর্মে পেয়েছি। এই টুর্নামেন্টে তাকে খুব কমই দেখেছি আমরা। সে গুরুত্বপূর্ণ খেলোয়াড়, অনন্য খেলোয়াড়, এমন একজন খেলোয়াড় যাকে প্রতিটি সমর্থক দেখতে চায়... আশা করি, তাকে ফাইনালে পাব আমরা।”
নতুন আঙ্গিকে ৩২ দলের ক্লাব বিশ্বকাপের ফাইনালে আগামী রোববার মেটলাইফ স্টেডিয়ামেই চেলসির মুখোমুখি হবে পিএসজি।
গত ৩১ মে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে প্রথমবার ইউরোপ চ্যাম্পিয়ন হয় ফরাসি ক্লাবটি। ট্রেবল জয়ের পর ক্লাব বিশ্বকাপ জিতে ‘পারফেক্ট’ মৌসুম কাটানোর ইচ্ছার কথা আগেই বলেছেন এনরিকে। আরেকবার তার কণ্ঠে একই সুর।
“শুধু ইতিহাস গড়তে নয়, প্যারিসের ইতিহাস গড়তেও আর একটি ম্যাচ দূরে আছি আমরা। এমন একটি ফরাসি ক্লাবের ইতিহাস আমরা গড়তে চাই, যারা প্রতিটি কাপ, প্রতিটি টুর্নামেন্ট জিততে পারে। আমাদের জন্য, আমাদের ভক্তদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা।”