Published : 28 Oct 2022, 05:59 PM
পেশাদার ক্যারিয়ারে নিজের শেষ মৌসুমে পারফরম্যান্সের স্বীকৃতি পেলেন গনসালো হিগুয়াইন। দলীয়ভাবে সাফল্য না পেলেও মেজর লিগ সকারের (এমএলএস) ‘কামব্যাক প্লেয়ার অব দা ইয়ার’ নির্বাচিত হয়েছেন সাবেক এই ইন্টার মায়ামি ফরোয়ার্ড।
খেলোয়াড়, টেকনিক্যাল কর্মী ও মিডিয়ার একটি প্যানেল থেকে ১৬.৬৩ শতাংশ ভোট পেয়ে খেতাবটি জিতেছেন হিগুয়াইন।
চলতি মাসের শুরুর দিকে বুটজোড়া তুলে রাখেন হিগুয়াইন। এমএলএসের এবারের মৌসুমের প্লে-অফে নিউ ইয়র্ক সিটির বিপক্ষে ম্যাচ দিয়ে অবসর নেন ৩৪ বছর বয়সী এই আর্জেন্টাইন। ওই ম্যাচে তিনি জালের দেখা পাননি, দলও হেরে যায় ৩-০ গোলে।
শেষটা ভালো না হলেও মৌসুমটা দারুণ কেটেছে হিগুয়াইনের। ২৮ ম্যাচে ১৬ গোলের পাশাপাশি তার নামের পাশে রয়েছে তিনটি অ্যাসিস্ট। শেষের দিকে পাঁচ ম্যাচে ৭ গোল করেছেন তিনি।
হিগুয়াইনের দারুণ নৈপুণ্য ইন্টারকে প্লে-অফে জায়গা করে নিতে সাহায্য করেছিল। এমএলএসের এই মৌসুমে শীর্ষ গোলস্কোরাদের তালিকায় ৯ নম্বর স্থানে আছেন আর্জেন্টিনার হয়ে তিনটি বিশ্বকাপ খেলা হিগুয়াইন।
২০২১ সালেও ভালো খেলেছিলেন হিগুয়াইন। ৩০ ম্যাচে জালের দেখা পান ১২ বার এবং সতীর্থদের দিয়ে করান ৯টি গোল।
আর্জেন্টিনার রিভার প্লেটে ক্লাব ক্যারিয়ার শুরু করা হিগুয়াইন ২০২০ সালে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার আগে খেলেন রিয়াল মাদ্রিদ, নাপোলি, ইউভেন্তুস, এসি মিলান ও চেলসিতে।
ক্লাব ক্যারিয়ারে হিগুয়াইনের গোল ৩০০-এর বেশি এবং আর্জেন্টিনার হয়ে ৩১টি।