ইংলিশ ফুটবল
Published : 26 Jun 2025, 05:50 PM
ম্যানচেস্টার সিটি ছাড়তে পারেন এদেরসন, বছরখানেক আগে এমন গুঞ্জন বেশ জোরোশোরে উঠেছিল। আসছে দলবদল সামনে রেখেও আবার তা শোনা যাচ্ছে। তবে, সবকিছু কেবলই গুজব বলে নিজেই উড়িয়ে দিলেন ম্যানচেস্টার সিটি গোলরক্ষক।
১২ মাস আগে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর আসে, সৌদি ফুটবলে পাড়ি জমাতে পারেন এদেরসন। শেষ পর্যন্ত অবশ্য সেইসব গুঞ্জন মিথ্যা প্রমাণ করে সিটিতেই থেকে যান এই ব্রাজিলিয়ান।
সম্প্রতি কিছু গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, এবারের দলবদলেও এদেরসনের জন্য প্রস্তাব দিতে পারে সৌদি প্রো লিগের একাধিক ক্লাব। বর্তমানে ক্লাব বিশ্বকাপের অভিযানে আছে ম্যানচেস্টার সিটি। সেখানেই নিজের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দূর করলেন ৩১ বছর বয়সী তারকা।
“আমার সব ভাবনা এখানে ঘিরেই। সিটির সঙ্গেই আছে। আর এটাই আমাকে আবার প্রিমিয়ার লিগের চ্যালেঞ্জ নেওয়ার এবং একই সঙ্গে চ্যাম্পিয়ন্স লিগ জয়ের চেষ্টা করার প্রেরণা দেয়।”
ম্যানচেস্টার সিটির সঙ্গে এক বছরের চুক্তি বাকি আছে এদেরসনের। এখানে মেয়াদ পূর্ণ করতে চান ক্লাবটির হয়ে একটি চ্যাম্পিয়ন্স লিগ ও ছয়টি প্রিমিয়ার লিগসহ অনেক শিরোপা জয়ী তারকা।
“আমার ভবিষ্যৎ এখানে। আমার কিছু বন্ধু আমাকে অনেক নিউজ (লিঙ্ক) পাঠিয়েছে, যার ৯৯ ভাগই ভুয়া খবর। আমি আপনাদের (গণমাধ্যম) বুঝতে পারছি।”