Published : 26 Nov 2019, 04:41 PM
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের ম্যাচে বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ২টায় তুরিনে মুখোমুখি হবে দুই দল।
এক সময় লা লিগায় রোনালদোকে আটকানোর ছক নিয়মিতই করেছেন সিমিওনে। গত মৌসুমে রিয়াল মাদ্রিদ ছেড়ে পর্তুগিজ তারকা যোগ দেন ইউভেন্তুসে। সময়ের পরিক্রমায় আবারও মুখোমুখি হচ্ছেন দুজন ইউরোপ সেরার লড়াইয়ে।
“(ক্রিশ্চিয়ানো রোনালদো) একজন চ্যাম্পিয়ন, এছাড়া কিছু বলতে পারি না… সে নাম্বার ওয়ান, অসাধারণ একজন এবং সব সময় পার্থক্য গড়ে দেয়। তবে আমার মনে হয় না লড়াইটা রোনালদো বনাম আতলেতিকোর, আমরা এখানে এসেছি জুভেন্টাসের বিপক্ষে খেলতে।”
‘ডি’ গ্রুপে ৪ ম্যাচে দুই জয় ও একটি করে ড্র ও হারে ৭ পয়েন্ট আতলেতিকো মাদ্রিদের। তিন জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে আগেই শেষ ষোলো নিশ্চিত করেছে ইউভেন্তুস।