এশিয়ান কাপ বাছাই
Published : 03 Mar 2025, 09:00 PM
দলীয় খেলা ফুটবলে নির্দিষ্ট একজনের দিকে তাকিয়ে থাকতে বারণ করলেন মিতুল মারমা। তৃতীয় দিনের অনুশীলনেরর ফাঁকে জাতীয় ফুটবল দলের এই গোলরক্ষক বললেন, শক্তিশালী ভারতের বিপক্ষে দলগতভাবে লড়াইয়ের জন্যই প্রস্তুত হতে হবে তাদেরকে।
ভারতের বিপক্ষে আগামী ২৫ মার্চে এশিয়ান কাপের বাছাইয়ের তৃতীয় রাউন্ডের ম্যাচ সামনে রেখে সোমবার তৃতীয় দিনের অনুশীলন সেরেছে বাংলাদেশ। প্রস্তুতির ফাঁকে হামজা চৌধুরীর জাতীয় দলের হয়ে খেলা, চোটের কারণে অভিজ্ঞ ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষের অনুপস্থিতি নিয়ে কথা বলেন মিতুল।
গত সাফ চ্যাম্পিয়নশিপেও বিশ্বনাথ ছিলেন রক্ষণের নির্ভরতাদের একজন। চোটের কারণে শিলং সফরের দলে নেই তিনি। বিশ্বনাথের অভাব অনুভব করবেন আক্রমণভাগের তারকা রাকিব হোসেন।
“আসলে বিশ্বনাথ খুব পরিশ্রমী ফুটবলার। শুধু আমি না সবাই ওকে মিস করবে। পুরো টিম মিস করবে ওকে। বিশেষ করে আমি মিস করব। কারণ ওর সঙ্গে আমার বোঝাপড়া অনেক ভালো। তারপরও ওর পজিশনে যারা আছে ওদের মতো খেলার চেষ্টা করছে।”
মিতুল অবশ্য নির্দিষ্ট কারো উপরই নির্ভর করতে চান না। বিশ্বনাথের শূন্যতা পূরণে, হামজার কাছ থেকে সেরাটা পেতে দলীয় প্রচেষ্টার গুরুত্ব তুলে ধরলেন তিনি।
“বিশ্বনাথ নেই… ফুটবল হচ্ছে দলগত খেলা, এখানে রোনালদো বা মেসিকে বলেন… যখন আমাদের এই পর্যায়ে একজন খেলোয়াড় খেলতে যাবে, তখন (পরিকল্পনা) কাজ করবে না। আমি মনে করি, ফুটবল দলগত খেলা, এখানে যদি সবাই একসাথে খেলতে পারে, তাহলে সবাই সবাইকে সমর্থন করতে পারবে।”
“হামজার আসা এটা আমাদের জন্য অনেক ইতিবাচক দিক। এটা আমাদের অনেক সাহায্য করবে। কেননা, হামজা ভাই সর্বোচ্চ পর্যায়ের খেলোয়াড়। আমি মনে করি, আমরা যারা এশিয়ান পর্যায়ের আছি, আমাদের জন্য ইতিবাচক দিক যে, তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারব আমরা।”
ভারত ম্যাচের লক্ষ্য নিয়ে এখনই ভেবে চাপ নিতে চান না মিতুল। কোচের প্রথম পছন্দের এই গোলরক্ষক বরং নিজেদের পরিকল্পনা বাস্তবায়নে প্রয়োজনীয় প্রস্তুতি সেরে নিতে চান আগে।
“আসলে শুরু থেকে আমরা ভারতকে নিয়ে ভাবছি না। আমাদের লক্ষ্য নিজেদের খেলা নিয়ে, সে দিকেই আমাদের মনোযোগ। নিজেদের খেলার প্রতি বিশ্বাস রাখছি। কোচের একটা পরিকল্পনা আছে। সে অনুযায়ী কাজ করছি। যদি আমরা শতভাগ পারফরম করতে পারি, তাহলে আমি মনে করি, যেকোনো দলের বিপক্ষে যেকোনো কিছু করা আমাদের পক্ষে সম্ভব।”