Published : 09 Apr 2023, 03:02 AM
বাঁ পায়ের চেনা শটে দলকে এগিয়ে নিলেন লিওনেল মেসি। এরপরই পিএসজিকে চেপে ধরল নিস। কিন্তু একের পর এক সুযোগ তৈরি করেও কখনও পোস্টের বাধায়, কখনও জানলুইজি দোন্নারুম্মার দৃঢ়তায় পেল না জালের দেখা। বরং দ্বিতীয়ার্ধে অনেকটা খেলার ধারার বিপরীতে হজম করল আরেক গোল। তাতে লিগ ওয়ানে টানা দুই হারের পর জয়ে ফিরল পিএসজি।
নিসের মাঠ থেকে শনিবার রাতে ২-০ গোলের জয় নিয়ে ফিরেছে পিএসজি। প্রথমার্ধে মেসি দলকে এগিয়ে নেওয়ার পর দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন সের্হিও রামোস।
রেন ও লিঁওর কাছে টানা দুই ম্যাচে হারের পর জয়ে ফিরল ফরাসি চ্যাম্পিয়নরা।
এ জয়ে ৩০ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান আরও সংহত করল পিএসজি। দ্বিতীয় স্থানে থাকা লঁসের সাথে তাদের পয়েন্ট ব্যবধান ফের বেড়ে হলো ৬।
লিগে টানা দুই হারের হতাশা ভুলতে নেমে শুরু থেকে আক্রমণাত্মক খেলে পিএসিজ। তৃতীয় মিনিটে মেসির নিচু শট অল্পের জন্য যায় পোস্টের বাইরে। একাদশ মিনিটে এই আর্জেন্টাইন ফরোয়ার্ডের আরেকটি প্রচেষ্টাও পায়নি জালের নাগাল। ২১তম মিনিটে দানিলো পেরেরার হেড পোস্ট কাঁপিয়ে ফিরে।
নিসের রক্ষণে ধরে রাখার চাপের ফল পেতে পিএসজিকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি। ২৬তম মিনিটে মেন্দেসের ক্রস এক ডিফেন্ডার ব্লক করার পর বল ফিরে আসে তার পায়েই। এবারের ক্রসে শরীর কিছুটা ঘুরিয়ে মেসির নেওয়া বাঁ পায়ের শট খুঁজে পায় ঠিকানা। গোলরক্ষকের কিছু করারই ছিল না। লিগ ওয়ানের চলতি আসরে আর্জেন্টাইন মহাতারকার গোল হলো ১৪টি।
এ অর্ধের শেষ দিকে পিএসজির রক্ষণে দফায় দফায় কাঁপন ধরায় নিস। দুটি ভালো সুযোগও তৈরি করে লিগে টানা চার ম্যাচ ড্র করে আসা দলটি। কিন্তু পোস্টের নিচে দোন্নারুম্মা ছিলেন পাহাড়সমান দৃঢ়তা নিয়ে।
৪৩তম মিনিটে কিফহেন থুরামের ক্রসে তেরেম মোফির শট ঝাঁপিয়ে পড়ে আটকান দোন্নারুম্মা। একটু পরই অ্যারন রামজির ক্রসে মোফির হেডও আটকান তিনি। তাতে এগিয়ে থাকার স্বস্তি নিয়ে বিরতিতে যায় পিএসজি।
প্রথম অর্ধের শেষের রেশ দ্বিতীয়ার্ধের শুরুতে টেনে নিয়ে যায় নিস। তবে সৌভাগ্যের ছোঁয়া আর দোন্নারুম্মার দুর্দান্ত গোলকিপিংয়ে একাধিকবার পার পেয়ে যায় পিএসজি। ৫২তম মিনিটে দান্তের ভলি ক্রসবারের ভেতরের দিকে লেগে নিচে ড্রপ খেলেও অল্পের জন্য পেরুয়নি গোল লাইন।
ছয় মিনিট পর বক্সের একটু উপর থেকে ইউসুঢ নাদায়িশিমিয়ির বুলেট গতির শট ঝাঁপিয়ে ফেরান দোন্নারুম্মা। ৭০তম মিনিটে কর্নারে অরক্ষিত জ্যঁ-ক্লেয়ার তদিবোর হেড কোনোমতে বাহু দিয়ে আটকে আবারও ত্রাতা এই গোলরক্ষক।
দুইবার ভালো সুযোগ তৈরি করেও কিলিয়ান এমবাপে কাজে লাগাতে ব্যর্থ হওয়ার পর ৭৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করে নেয় পিএসজি। মেসির কর্নার অনেকটা লাফিয়ে উঠে হেডে লক্ষ্যভেদ করেন সের্হিও রামোস। যদিও হেডে গতি ছিল না, ড্রপ খেয়ে বল জালে জড়ানোর আগে গোলরক্ষক ঝাঁপালেও পাননি নাগাল।
নিসের চাপ সামলাতে ব্যস্ত থাকা পিএসজি দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল। কিন্তু আশরাফ হাকিমির থ্রু বল গোলরক্ষক ফেরালে পেয়ে যান এমবাপে। কিন্তু ক্রসবারের উপর দিয়ে মেরে হেলায় হারান সুবর্ণ সুযোগ।
চলতি লিগে এটি নিসের দ্বাদশ হার। ৩০ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে আছে তারা।