Published : 16 Oct 2022, 10:38 PM
বিচিত্র কারণে ফুটবল ম্যাচ বন্ধ হওয়ার বেশ কিছু নজির আছে। সেই তালিকায় এবার যুক্ত হয়েছে আর্সেনাল ও লিডস ইউনাইটেডের ম্যাচ। মাঠে বিদ্যুৎ বিভ্রাটের জন্য প্রায় ৩৮ মিনিট বন্ধ রাখতে হয়েছে প্রিমিয়ার লিগের ম্যাচটি।
লিগে রোববারের ম্যাচটি শুরুর মাত্র ২৩ সেকেন্ড পরই তা বন্ধ করে দেন রেফারি। মাঠে বিদ্যুৎ বিচ্ছিন্ন হওয়ার কারণে রেফারিদের যোগাযোগ ব্যবস্থায় সমস্যা দেখা দেয়, ফলে তারা ভিএআর টিমের সঙ্গে কথা বলতে পারছিলেন না।
প্রায় ১০ মিনিটের পরও সমস্যার কোনো সমাধান না হওয়ায় রেফারি উভয় দলের কোচের সাথে কথা বলেন এবং স্টেডিয়ামে উপস্থিত সমর্থকদের দুয়োর মধ্যে দুই দলকে ড্রেসিংরুমে ফিরে যেতে বলেন। স্টেডিয়ামে ঘোষণা দিয়ে জানানো হয় যে ‘বিদ্যুৎ বিভ্রাট’ হয়েছে।
রেফারি ক্রিস কাভানাহর সঙ্গে ভিএআর কর্মকর্তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। গোললাইন টেকনোলজিও কাজ করছিল না।
প্রায় ২০ মিনিট পর খেলোয়াড়রা মাঠে ফেরেন ওয়ার্মআপের জন্য। এরপর স্থানীয় সময় বিকেল সাড়ে চারটায় ম্যাচ আবার শুরু হয়। নির্ধারিত সূচি অনুযায়ী যা শুরুর কথা ছিল বিকেল ৪টায়।
মাঠে বিদ্যুৎ বিভ্রাট হলেও ইংল্যান্ডের শীর্ষ লিগে আর্সেনালের দারুণ শুরুতে তা ব্যঘাত ঘটাতে পারেনি। ৩৫তম মিনিটে বুকায়ো সাকার দেওয়া একমাত্র গোলে জিতে পয়েন্ট টেবিলে শীর্ষস্থান ধরে রেখেছে লন্ডনের ক্লাবটি।
১০ ম্যাচে ৯ জয় ও এক ড্রয়ে ২৭ পয়েন্ট মিকেল আর্তেতার দলের।