Published : 30 Jun 2023, 06:54 PM
সেমি-ফাইনালের আগে চার দলের কোচ, অধিনায়কের সংবাদ সম্মেলন। বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপ কাভার করতে বেঙ্গালুরুতে আসা বাংলাদেশের গণমাধ্যমকর্মীদের আগ্রহের কেন্দ্রে হাভিয়ের কাবরেরা ও জামাল ভূঁইয়া। তবে দক্ষিণ এশিয়ার ফুটবল বড় তারকা সুনিল ছেত্রিকে নিয়েও আকর্ষণ কম নয়। ভারতের অভিজ্ঞ এই ফরোয়ার্ড বাংলাদেশের গণমাধ্যমকর্মীদের প্রশ্ন শুনলেন, মজা করলেন, কুয়েতের বিপক্ষে মুখোমুখি হতে যাওয়া বাংলাদেশ দলকে জানালেন শুভকামনা।
প্রতিবেশীদের বিপক্ষে খেলার স্মৃতি আওড়ালেন ছেত্রি। দুই দলের ম্যাচ যে স্রেফ ম্যাচ থাকে না, ‘যুদ্ধ’ হয়ে ওঠে বললেন সে কথাও। বাংলা-ইংরেজি মিলিয়ে মজার ছলে জানালেন, মাঠের লড়াইয়ে বাংলাদেশের খেলোয়াড়দের কাছ থেকে কখনও এক বিন্দুও ছাড় পাননি।
“দাদা, আপনি জানেন, যখন আমি বাংলাদেশের বিপক্ষে খেলি, তখন ওদের ছেলেরা আমাকে কীভাবে ট্রিট করে? এ ব্যাপারে আপনার কোনো ধারণা আছে? তো (কুয়েত-বাংলাদেশ ম্যাচ সামনে রেখে) ওদের প্রতি আমার বার্তা কোনো পার্থক্য গড়ে দেবে না।”
“যখন আমরা ওদের বিপক্ষে খেলি, তখন ম্যাচ হয়ে ওঠে যুদ্ধের মতো! মাঠে আমি বাংলাদেশের কোনো খেলোয়াড়ের কাছ থেকে একবিন্দু ভালোবাসা পাইনি (হাসি)। তবে এর বাইরে, যেহেতু আপনারা আমার বার্তা শুনতে চাইছেন- তাদেরকে শুভকামনা জানাই। সব ম্যাচে ভালো খেলো, আমাদের বিপক্ষে খেলো না (হাসি)।”
বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে শনিবার হবে দুই সেমি-ফাইনাল। বাংলাদেশ সময় সাড়ে ৩টায় কুয়েতের মুখোমুখি হবেন জামাল-জিকোরা। রাত ৮টায় লড়বে লেবানন ও ভারত। নিজেদের ম্যাচ নিয়ে মনোযোগী থাকা ছেত্রির চাওয়া দক্ষিণ এশিয়ার দুই দলের ফাইনাল।
“আমি শুধু আমাদের ম্যাচ নিয়ে ভাবছি, অবশ্যই আমরা ফাইনালে উঠতে চাই। যদি আপনি আমাকে ফাইনালে প্রতিপক্ষ হিসেবে একটা দলকে বেছে নিতে বলেন, আমি বলব বাংলাদেশ। কেননা, বাংলাদেশ সাফের দল। আমি কুয়েত ও লেবাননকে অনেক শ্রদ্ধা করি, তারা শীর্ষ দল, কিন্তু যদি আমাকে বেছে নিতে হয়, তাহলে বাংলাদেশের কথা বলব এবং সেটা শুধুমাত্র সাফের দেশ এবং দল বলে। এছাড়া আর কোনো কারণ নেই।”
“এটা সাফ কাপ, সেখানে সাফের দুটি দল ফাইনাল খেললে ভালো। তবে আমি নিশ্চিত ভারত এবং বাংলাদেশ দুই দলের অনেক কাজ করতে হবে, যখন তারা লেবানন ও বাংলাদেশ কুয়েতের মুখোমুখি হবে।”
সংবাদ সম্মেলনের মতো মাঠে মজা করেন কিনা, এমন প্রশ্নও উঠল। সর্বোচ্চ আন্তর্জাতিক গোল দাতার তালিকায় ক্রিস্তিয়ানো রোনালদো, আলি দাইয়ি ও লিওনেল মেসির পরেই থাকা সুনিল (৯২ গোল) মজা করলেন সেটা নিয়েও।
“কেবল সংবাদ সম্মেলনে নয়, মাঠেও আমি অনেক মজার করার চেষ্টা করি। আপনি খেয়াল করলে সেটা দেখবেন, যাতে পরে বলতে পারেন আমি মাঠে এবং মাঠের বাইরেও মজা করি (হাসি)।”