Published : 22 Mar 2025, 11:59 PM
রাশিয়ার হামলায় ইউক্রেইনের জাপোরিজিয়া শহরে তিনজনের একটি পরিবার এবং দেশটির উত্তর ও পূর্বাঞ্চলে আরও চারজন নিহত হয়েছেন বলে ইউক্রেইনীয় কর্মকর্তারা জানিয়েছেন।
জাপোরিজিয়া অঞ্চলের গভর্নর ইভান ফেদেরোভ সামাজিক মাধ্যমে জানান, শুক্রবার রাতে শহরটিতে ১০ বারের বেশি আঘাত হানা হয়েছে। এতে ১৪ বছরের এক কিশোরী ও তার মা-বাবা নিহত হয়েছেন। এসব হামলায় এক নবজাতকসহ আরও ১২ জন আহত হয়েছেন।
রয়টার্স জানিয়েছে, উদ্ধারকারী দলগুলো ঘটনাস্থলে ধ্বংসাবশেষের মধ্যে অনুসন্ধান চালাচ্ছিল আর তাদের অন্তত একটি মৃতদেহ বহন করে নিয়ে যেতে দেখা গেছে।
ইউক্রেইনের উত্তরপূর্বাঞ্চলীয় সুমি অঞ্চলের আইন কর্মকর্তারা শুক্রবার রাতে জানিয়েছেন, রাশিয়ার বাহিনীগুলো ক্রাসনোপিলিয়া গ্রামে অন্তত ছয়টি নিয়ন্ত্রিত বোমা ফেলেছে, এতে অন্তত দুইজন নিহত ও আরও দুইজন আহত হয়েছেন।
ইউক্রেইনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলে একইদিন রাশিয়ার হামলায় দুইজন নিহত ও আরও নয়জন আহত হয়েছেন বলে গভর্নর ভাদিম ফিলাশকিন জানিয়েছেন। এই অঞ্চল দিয়ে রাশিয়ার সেনাদের পশ্চিমমুখি অগ্রযাত্রা অব্যাহত আছে।
এদিকে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় শহর রোস্তভ-অন-দনে ইউক্রেইনের ড্রোন একটি অ্যাপার্টমেন্ট ভবনের ১৭ তলায় আঘাত হানে আর তাতে দুইজন আহত হয়েছেন বলে ভারপ্রাপ্ত আঞ্চলিক গভর্নর ইউরি স্লিওসার জানিয়েছেন। টেলিগ্রামে তিনি লিখেছেন, রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী এই অঞ্চলে বেশ কয়েকটি ড্রোন ধ্বংস করেছে।
ইউক্রেইনের কাছে রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় আরেকটি এলাকা ভোরোনেশের গভর্নর আলেকজান্দার গুসেভ জানান, তার এলাকায় ১০টিরও বেশি ইউক্রেইনীয় ড্রোন ধ্বংস করেছে রাশিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী। এখানে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
রয়টার্স জানিয়েছে, তারা দুই পক্ষের কারও প্রতিবেদন স্বতন্ত্রভাবে যাচাই করে দেখতে পারেনি।
গেল সপ্তাহে ক্রেমলিন জানায়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে এক ফোনালাপে জ্বালানি লক্ষ্যস্থলগুলো ৩০ দিনের এক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন।
ওয়াশিংটন ৩০ দিনের পূর্ণ যুদ্ধবিরতি প্রস্তাব দিলেও মস্কো তাতে রাজি হয়নি, কিন্তু ইউক্রেইন পূর্ণ যুদ্ধবিরতিতে রাজি হয়েছিল।
সম্প্রতি ট্রাম্পের উদ্যোগে দুই পক্ষের মধ্যে আপস শান্তির চেষ্টা চললেও উভয়পক্ষ পরস্পরের বিরুদ্ধে আকাশ হামলা চালিয়ে যাচ্ছে আর এজন্য তারা পরস্পরকে দায়ী করেছে।
ইউক্রেইন ও রাশিয়ার মধ্যে যুদ্ধবিরতি বাস্তবায়ন নিয়ে চলতি সপ্তাহে সৌদি আরবে আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। বিষয়টি নিয়ে মার্কিন কর্মকর্তারা পৃথকভাবে রাশিয়া ও ইউক্রেইনের কমর্কর্তাদের সঙ্গে বৈঠক করবেন।