Published : 09 Aug 2024, 05:32 PM
ক্যারিয়ারের লম্বা একটা সময় পেপের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে পর্তুগাল ও রেয়াল মাদ্রিদের প্রতিনিধিত্ব করেছেন ক্রিস্তিয়ানো রোনালদো। দুজনে একসঙ্গে জিতেছেন অনেক শিরোপা। দীর্ঘ দিনের সেই সতীর্থ ও ঘনিষ্ঠ বন্ধুর বিদায়ে শ্রদ্ধা জানাতে একদমই ভোলেননি পর্তুগিজ মহাতারকা রোনালদো।
সামাজিক মাধ্যমে বৃহস্পতিবার দীর্ঘ ভিডিও বার্তায় পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন ৪১ বছর বয়সী পেপে। তার ক্যারিয়ারের শেষ ম্যাচটি ছিল জাতীয় দলের জার্সিতে। সবশেষ ইউরোর কোয়ার্টার-ফাইনালে ফ্রান্সের বিপক্ষে টাইব্রেকারে হেরে যাওয়া ম্যাচে। জার্মানিতে অনুষ্ঠিত আসরে মাঠে নেমেই একটি রেকর্ড গড়েন তিনি, সবচেয়ে বয়স্ক ফুটবলার হিসেবে ইউরোয় খেলার।
পর্তুগালের হয়ে ১৪১ ম্যাচ খেলেছেন পেপে। এই ডিফেন্ডারের চেয়ে দেশটির জার্সিতে বেশি ম্যাচ খেলেছেন কেবল দুজন- রোনালদো (২১১) ও জোয়াও মোতিনিয়ো (১৪৬)। এই তিনজনই ২০১৬ ইউরোর শিরোপা জয়ী পর্তুগাল দলের সদস্য ছিলেন।
পেপে ফুটবলকে বিদায় বলার ঘোষণা দেওয়ার পর সামাজিক মাধ্যমে বন্ধুকে নিয়ে একটি পোস্ট দেন ৩৯ বছর বয়সী রোনালদো। সেখানে তুলে ধরেন পেপের প্রতি তার ভালো লাগার কথা।
“বন্ধু, তুমি আমার কাছে কতটা গুরুত্বপূর্ণ, সেটা প্রকাশ করার জন্য যথেষ্ট শব্দ আমার নেই।”
“মাঠে জেতার জন্য যা কিছু প্রয়োজন, আমরা সবকিছু জিতেছি, কিন্তু সবচেয়ে বড় অর্জন তোমার প্রতি আমার বন্ধুত্ব এবং শ্রদ্ধা। তুমি অনন্য, ভাই। অসংখ্য ধন্যবাদ তোমাকে।”
রেয়াল মাদ্রিদের হয়ে ১০ মৌসুম খেলেন পেপে। যেখানে আট মৌসুমেই রোনালদো ছিলেন তার সতীর্থ। স্প্যানিশ ক্লাবটির হয়ে তিনটি করে লা লিগা ও চ্যাম্পিয়ন্স ট্রফি এবং দুটি ফিফা ক্লাব বিশ্বকাপ জেতেন পেপে।
২০০৭ সালে পোর্তো থেকে রেয়ালে যোগ দেন পেপে। মাঝে দুই মৌসুম বেসিকতাসে খেলে ২০১৯ সালে ফের স্বদেশের ক্লাবে ফেরেন তিনি। দুই মেয়াদে দলটির হয়ে জেতেন চারটি লিগ শিরোপা।